ফিকহুস সুনান ওয়াল আসার
১৪. কুড়ানো দ্রব্য, শিশু ও পলাতক দাসদাসী
হাদীস নং: ১৯৭৬
কুড়ানো দ্রব্য, তার বিজ্ঞপ্তি প্রদান, পলাতক উট ও মেষ
(১৯৭৬) যাইদ ইবন খালিদ জুহানি রা. বলেন, একব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে তাঁকে পড়ে পাওয়া বা কুড়ানো দ্রব্য জানোয়ার সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি বলেন, তুমি তার পাত্র, তার রশি ইত্যাদি ভালোভাবে সংরক্ষণ করবে। এরপর একবছর যাবত তার বিষয়ে বিজ্ঞপ্তি প্রদান করবে। যদি তার মালিক আসে তবে ভালো কথা, নইলে তুমি সে বিষয়ে তোমার ইচ্ছামতো সিদ্ধান্ত নিতে পারবে। লোকটি বলেন, হারানো-দলছুট মেষ-ছাগের কী বিধান? তিনি বলেন, এইরূপ মেষ বা ছাগল হয় তুমি নিবে, না হয় তোমার ভাই নিবে, না হয় তা বাঘের বা শিকারি জানোয়ারের পেটে যাবে। লোকটি বলেন, হারানো দলছুট উটের কী বিধান? তিনি বলেন, হারানো উট নিয়ে তোমার চিন্তার কী প্রয়োজন? তার সাথে তার পানীয় আছে এবং তার পায়ের চলৎশক্তি আছে, সে পানি পান করবে এবং গাছপালা ভক্ষণ করবে। এভাবেই সে একসময় তার মালিকের কাছে পৌঁছে যাবে।
عن زيد بن خالد الجهني رضي الله عنه قال: جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فسأله عن اللقطة فقال: إعرف عفاصها ووكاءها ثم عرفها سنة فإن جاء صاحبها وإلا فشأنك بها قال: فضالة الغنم؟ قال: هي لك أو لأخيك أو للذئب قال: فضالة الإبل؟ قال: ما لك ولها معها سقاؤها وحذاؤها ترد الماء وتأكل الشجر حتى يلقاها ربها
