ফিকহুস সুনান ওয়াল আসার
১৪. কুড়ানো দ্রব্য, শিশু ও পলাতক দাসদাসী
হাদীস নং: ১৯৭৮
কুড়ানো দ্রব্য, তার বিজ্ঞপ্তি প্রদান, পলাতক উট ও মেষ
(১৯৭৮) যাইদ ইবন খালিদ জুহানি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কোনো হারানো পালানো বা দলছুট প্রাণি আশ্রয় দিয়ে সে বিষয়ে বিজ্ঞপ্তি ও প্রচার না করে, তবে সে বিভ্রান্ত ও পথভ্রষ্ট।
عن زيد بن خالد الجهني رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال: من آوى ضالة فهو ضال ما لم يعرفها
