ফিকহুস সুনান ওয়াল আসার
১২. জিহাদ অধ্যায়
হাদীস নং: ১৯৫০
নির্ধারিত কোনো করের বিনিময়ে সন্ধি করা
(১৯৫০) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নাজরানের অধিবাসীদের সাথে সন্ধিচুক্তিতে আব্দ্ধ হন যে, তারা (প্রতিবছর) ২০০০ জোড়া পোশাক কর হিসাবে প্রদান করবেন। তন্মধ্যে অর্ধেক (১০০০) প্রদান করবেন সফর মাসে এবং বাকি অর্ধেক প্রদান করবেন রজব মাসে।
عن ابن عباس رضي الله عنهما قال: صالح رسول الله صلى الله عليه وسلم أهل نجران على ألفي حلة النصف في صفر والبقية في رجب
