ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৯৫১
নির্ধারিত কোনো করের বিনিময়ে সন্ধি করা
(১৯৫১) মুআয ইবন জাবাল রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে ইয়ামানে প্রেরণ করেন এবং আমাকে নির্দেশ দেন যে, প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ থেকে এক দীনার (স্বর্ণমুদ্রা) অথবা তার সমপরিমাণ মাআফির কাপড় (বার্ষিক কর বা জিযইয়া হিসেবে) গ্রহণ করব।
عن معاذ بن جبل رضي الله عنه قال: بعثني رسول الله صلى الله عليه وسلم إلى اليمن فأمرني أن آخذ من كل حالم دينارا أو عدله معافر
tahqiqতাহকীক:তাহকীক চলমান