ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৯৪৯
অনারব অগ্নিউপাসক ও মূর্তিপূজকদের থেকে জিযইয়া গ্রহণ
(১৯৪৯) তাবিয়ি ইবন শিহাব যুহরি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মূর্তিপূজকদের থেকে জিযইয়া গ্রহণ করেন। তবে তাদের মধ্যে যারা আরব ছিল তাদের থেকে জিযইয়া গ্রহণ করেন নি। (আরব ইয়াহুদি ও খ্রিস্টানদের থেকে জিযইয়া গ্রহণ করা হয়। তবে আরব পৌত্তলিকদের জন্য ইসলাম গ্রহণ অথবা দেশত্যাগ ছাড়া তৃতীয় কোনো বিকল্প ছিল না। আরব পৌত্তলিকদের জন্য জিযইয়ার বিনিময়ে ইসলামি রাষ্ট্রে বসবাসের অধিকার স্বীকার করা হয় নি। অন্য সকল জাতির অমুসলিমদের জন্য নিজনিজ ধর্ম পালনের অধিকার প্রদান করা হয় এবং জিযইয়ার বিনিময়ে তারা মুসলিম রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করতেন) । বাহরাইনবাসী অগ্নিউপাসকদের জিযইয়া তিনি গ্রহণ করেন
عن الزهري أن النبي صلى الله عليه وسلم صالح عبدة الأوثان على الجزية إلا من كان منهم من العرب وقبل الجزية من أهل البحرين وكانوا مجوسا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৯৪৯ | মুসলিম বাংলা