ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৯৪৮
অনারব অগ্নিউপাসক ও মূর্তিপূজকদের থেকে জিযইয়া গ্রহণ
(১৯৪৮) আব্দুর রহমান ইবন আওফ থেকে বর্ণিত, মাজুস বা অগ্নিউপাসকদের থেকে জিযইয়া গ্রহণের বিষয়ে তিনি সাক্ষ্য প্রদান করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) হাজার অঞ্চলের অগ্নিউপাসকদের থেকে জিযইয়া গ্রহণ করেছিলেন ।
عن عبد الرحمن بن عوف رضي الله عنه في أخذ الجزية من المجوس أنه شهد أن رسول الله صلى الله عليه وسلم أخذها من مجوس هجر
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ১৯৪৮ | মুসলিম বাংলা