ফিকহুস সুনান ওয়াল আসার
১২. জিহাদ অধ্যায়
হাদীস নং: ১৯৩৯
বিজিত ভূমি তার মালিক কাফিরগণের নিকট রেখে দিলে ভূমির উপর খারাজ ও মালিকের উপর জিযইয়া আরোপিত হবে এবং খারাজ ও জিযইয়ার পরিমাণ
(১৯৩৯) তাবিয়ি আমির আশ-শা'বি বলেন, উমার ইবনুল খাত্তাব রা. কুফার গ্রামাঞ্চলের জরিপ করান। এতে জমির পরিমাণ হয় তিনকোটি ষাটলক্ষ জারীব (একর)। তিনি সাধারণ কৃষি জমিতে প্রতি জারীবে (একরে) এক দিরহাম ও এক কাফিয খাদ্যশস্য খারাজ নির্ধারণ করেন। আর আঙুরের জমিতে ১০ দিরহাম এবং শাক-সবজির ক্ষেত্রে ৫ দিরহাম নির্ধারণ করেন। তিনি অমুসলিম ব্যক্তির জন্য ১২ দিরহাম, ২৪ দিরহাম বা ৪৮ দিরহাম জিযইয়া কর ধার্য করেন ।
عن عامر الشعبي أن عمر بن الخطاب رضي الله تعالى عنه مسح السواد فبلغ ستة وثلاثين ألف ألف جريب وأنه وضع على جريب الزرع درهما وقفيزا وعلى الكرم عشرة دراهم وعلى الرطبة خمسة دراهم وعلى الرجل اثني عشر درهما وأربعة وعشرين درهما وثمانية وأربعين درهما
হাদীসের ব্যাখ্যা:
ইমাম আবু ইউসুফ রাহ. আবু মিজলায থেকে সামান্য কিছু ব্যতিক্রমসহ অনুরূপ বর্ণনা উদ্ধৃত করেছেন। এই বর্ণনায় অতিরিক্ত বলা হয়েছে যে, উমার নারী ও শিশুদেরকে এই জিযইয়া কর থেকে মুক্ত রাখেন। তিনি আরো বলেন, আমরা জেনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) অনেক আরব ভূমি যুদ্ধের মাধ্যমে অধিকার করেন। তিনি সে সকল ভূমিতে উশর আরোপ করেন । সেগুলোর কোনো ভূমিতে তিনি খারাজ আরোপ করেন নি। এ বিষয়ক মূল হাদীসটি উমার থেকে মুসলিম সঙ্কলন করেছেন, যা ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে।
