ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৯৩৮
বিজিত ভূমি তার মালিক কাফিরগণের নিকট রেখে দিলে ভূমির উপর খারাজ ও মালিকের উপর জিযইয়া আরোপিত হবে এবং খারাজ ও জিযইয়ার পরিমাণ
(১৯৩৮) উমার ইবনুল খাত্তাব রা. থেকে বর্ণিত, তিনি উসমান ইবন হুনাইফ রা.কে কুফার গ্রামাঞ্চলের খারাজ নির্ধারণ করতে প্রেরণ করেন । তিনি তাকে প্রতি দিনের ভাতা হিসেবে একটি ছাগির একচতুর্থাংশ ও ৫ দিরহাম নির্ধারণ করেন । (এই হাদীসে উসমান ইবন হুনাইফ রা. কীভাবে কুফার গ্রামাঞ্চলের জমিজমা জারিপ করেন এবং খারাজ নির্ধারণ করেন তার বিস্তারিত বিবরণ রয়েছে)।
عن عمر بن الخطاب رضي الله عنه أنه وجه عثمان بن حنيف رضي الله عنه على خراج السواد و رزقه كل يوم ربع شاة وخمسة دراهم.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৯৩৮ | মুসলিম বাংলা