ফিকহুস সুনান ওয়াল আসার
১২. জিহাদ অধ্যায়
হাদীস নং: ১৯৩৭
বিজিত ভূমি তার মালিক কাফিরগণের নিকট রেখে দিলে ভূমির উপর খারাজ ও মালিকের উপর জিযইয়া আরোপিত হবে এবং খারাজ ও জিযইয়ার পরিমাণ
(১৯৩৭) তাবিয়ি ইবরাহীম তাইমি (৫২-৯২ হি.) বলেন, যখন মুসলিমগণ ইরাকের কৃষিসমৃদ্ধ সবুজ গ্রামাঞ্চল বিজয় করলেন তখন তারা খলীফা উমার রা.কে বললেন, এই ভূসম্পদ আমাদের মধ্যে বণ্টন করে দিন; কারণ আমরা যুদ্ধ করে তা বিজয় করেছি। উমার রা. তাদের দাবি মানতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, তাহলে তোমাদের পরে আগত প্রজন্মের মুসলিম উম্মাহর জন্য কী থাকবে? অতঃপর তিনি এই এলাকার অমুসলিম অধিবাসীদেরকে তাদের ভূসম্পত্তিতে আগের মতোই রেখে দিলেন। তিনি তাদের উপর ব্যক্তিগত জিযইয়া কর ধার্য করলেন এবং তাদের জমির উপর খারাজ ধার্য করলেন ।
عن إبراهيم التيمي قال: لما فتح المسلمون السواد قالوا لعمر رضي الله عنه: إقسمه بيننا فإنّا افتتحناه عنوة قال: فأبي وقال: فما لمن جاء بعدكم من المسلمين؟ قال: فأقر أهل السواد في أرضهم وضرب على رؤوسهم الجزية وعلى أراضيهم الخراج
