ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৯৪০
বিজিত ভূমি তার মালিক কাফিরগণের নিকট রেখে দিলে ভূমির উপর খারাজ ও মালিকের উপর জিযইয়া আরোপিত হবে এবং খারাজ ও জিযইয়ার পরিমাণ
(১৯৪০) তাবিয়ি আবু আওন মুহাম্মাদ ইবন উবাইদুল্লাহ সাকাফি বলেন, উমার রা. অমুসলিমদের উপর মাথাপ্রতি বার্ষিক জিযইয়া কর আরোপ করেন— ধনীর জন্য ৪৮ দিরহাম, মধ্যম পর্যায়ের সচ্ছল ব্যক্তির জন্য ২৪ দিরহাম ও দরিদ্রের জন্য ১২ দিরহাম।
عن أبي عون محمد بن عبيد الله الثقفي قال: وضع عمر بن الخطاب رضي الله عنه في الجزية على رءوس الرجال: على الغني ثمانية وأربعين درهما وعلى الوسط أربعة وعشرين وعلى الفقير اثني عشر درهما
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৯৪০ | মুসলিম বাংলা