ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৯৩২
জিহাদ অধ্যায়
শত্রু যুদ্ধবন্দিদেরকে হত্যা করা, ক্রীতদাস বানানো, বিনা বিনিময়ে মুক্তি প্রদান ও বিনিময় গ্রহণ করে মুক্তি প্রদান
(১৯৩২) ইবন উমার রা. একটি দীর্ঘ হাদীসের ভেতরে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) হুনাইনের যুদ্ধে যুদ্ধবন্দিদেরকে দয়া করেন, মুক্তিপণ বা বিনিময় ব্যতিরেকেই তাদের সবাইকে মুক্তি দিয়ে দেন।
كتاب الجهاد
عن ابن عمر رضي الله عنهما في حديث طويل قال: ...فمن رسول الله صلى الله عليه وسلم على سبي حنين
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)