ফিকহুস সুনান ওয়াল আসার
১২. জিহাদ অধ্যায়
হাদীস নং: ১৯৩১
শত্রু যুদ্ধবন্দিদেরকে হত্যা করা, ক্রীতদাস বানানো, বিনা বিনিময়ে মুক্তি প্রদান ও বিনিময় গ্রহণ করে মুক্তি প্রদান
(১৯৩১) আনাস রা. বলেন, মক্কা বিজয়ের দিনে রাসূলুল্লাহ (ﷺ) যখন মক্কায় প্রবেশ করেন তখন তার মাথায় ছিল লৌহশিরস্ত্রাণ। যখন তিনি তা খুললেন তখন একব্যক্তি এসে বলল, ইবন খাতাল কাবাগৃহের গেলাফ জড়িয়ে ধরে রয়েছে । তিনি বললেন, তাকে হত্যা করো।
عن أنس بن مالك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم دخل عام الفتح وعلى رأسه المغفر فلما نزعه جاء رجل فقال: إن ابن خطل متعلق بأستار الكعبة فقال اقتلوه
