ফিকহুস সুনান ওয়াল আসার
১২. জিহাদ অধ্যায়
হাদীস নং: ১৯৩৩
শত্রু যুদ্ধবন্দিদেরকে হত্যা করা, ক্রীতদাস বানানো, বিনা বিনিময়ে মুক্তি প্রদান ও বিনিময় গ্রহণ করে মুক্তি প্রদান
(১৯৩৩) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বদরের যুদ্ধে জাহিলি (কাফির) যুদ্ধবন্দিদের মুক্তিপণ প্রত্যেকের জন্য ৪০০ দিরহাম করে নির্ধারণ করেন।
عن ابن عباس رضي الله عنهما: أن النبي صلى الله عليه وسلم جعل فداء أهل الجاهلية يوم بدر أربع مائة
