ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৯২৮
কোনো মুসলিমের সম্পদ যদি শত্রুবাহিনী নিয়ে যায় এবং এরপর মুসলিম বাহিনী সেই সম্পদ অধিকার করে
(১৯২৮) উমার ইবনুল খাত্তাব রা. বলেন, যদি মুসলিমদের সম্পদ কাফিররা অধিকারে নেওয়ার পর মুসলিমরা তাদের উপর বিজয়ী হয় এবং তখন আমাদের কোনো ব্যক্তি সুনির্দিষ্টভাবে তার সম্পদ দেখতে পায় তাহলে তাতে অন্যের চেয়ে তার অধিকার বেশী।** তবে তারা তা যুদ্ধলব্ধ সম্পদ হিসাবে বণ্টন করে নেয়ার পরে যদি মুসলিম বাহিনী উদ্ধার করে, তবে সেক্ষেত্রে পূর্বতন মুসলিম মালিক তা ফেরত পাবেন না (বরং তা কাফিরদের নিকট থেকে উদ্ধারকৃত গনীমত হিসাবে বণ্টন হবে)। এবং সে তাদের একজন বলে গণ্য হবে ।
عن عمر بن الخطاب رضي الله عنه قال: ما أصاب المشركون من أموال المسلمين فظهر عليهم فرأى رجل منا متاعة بعينه فهو أحق به من غيره فإذا قسم ثم ظهروا عليه فلا شيء له إنما هو رجل منهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান