ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৯২৯
কোনো মুসলিমের সম্পদ যদি শত্রুবাহিনী নিয়ে যায় এবং এরপর মুসলিম বাহিনী সেই সম্পদ অধিকার করে
(১৯২৯) জাবির ইবন সামুরা রা. বলেন, বনু সুলাইম গোত্রের এক মুসলিমের একটি উট শত্রুরা নিয়ে যায়। অতঃপর একজন মুসলিম তাদের নিকট থেকে তা ক্রয় করে। পরে আগের মালিক উটটি চিনতে পেরে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে বিষয়টি জানায়। তখন তিনি তাকে নির্দেশ দেন, লোকটি যে মূল্য দিয়ে উটটি শত্রুদের নিকট থেকে কিনেছে সে মূল্য ফেরত দিয়ে উটটি তুমি তার নিকট থেকে নিয়ে নাও, অথবা উটটি তার কাছে ছেড়ে দাও।
عن جابر بن سمرة رضي الله عنه قال: أصاب العدو ناقة رجل من بني سليم ثم اشتراها رجل من المسلمين فعرفها صاحبها فأتى النبي صلى الله عليه وسلم فأمره النبي صلى الله عليه وسلم أن يأخذها بالثمن الذي اشتراها من العدو وإلا خلى بينها وبينه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৯২৯ | মুসলিম বাংলা