ফিকহুস সুনান ওয়াল আসার
১২. জিহাদ অধ্যায়
হাদীস নং: ১৯২৭
কোনো মুসলিমের সম্পদ যদি শত্রুবাহিনী নিয়ে যায় এবং এরপর মুসলিম বাহিনী সেই সম্পদ অধিকার করে
(১৯২৭) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে তার একটি ঘোড়া চলে যায় এবং শত্রুরা তা নিয়ে নেয়। অতঃপর মুসলিমগণ তা অধিকার করেন এবং তাকে তার ঘোড়া ফিরিয়ে দেওয়া হয়। রাসূলুল্লাহ (ﷺ) এর যুগের পরে তার একটি দাস পালিয়ে রোমানদের নিকট চলে যায়।পরে মুসলিমগণ তাদের উপর বিজয়ী হয় । তখন সেনাপতি খালিদ ইবনুল ওয়ালীদ তার সেই দাস তাকে ফিরিয়ে দেন।
عن ابن عمر رضي الله عنهما قال: ذهب فرس له فأخذه العدو فظهر عليه المسلمون فرد عليه في زمن رسول الله صلى الله عليه وسلم وأبق عبد له فلحق بالروم فظهر عليهم المسلمون فرده عليه خالد بن الوليد بعد النبي صلى الله عليه وسلّم... وذلك قبل أن تصيبها المقاسم
