ফিকহুস সুনান ওয়াল আসার
১২. জিহাদ অধ্যায়
হাদীস নং: ১৯১৯
নফল বা অতিরিক্ত অনুদান
(১৯১৯) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কোনো কোনো সেনাবাহিনীকে তাদের জন্য বিশেষভাবে গনীমত থেকে অতিরিক্ত অনুদান প্রদান করতেন, সৈন্যবাহিনীর সাধারণ ভাগের অতিরিক্ত।
عن ابن عمر رضي الله عنهما: أن رسول الله صلى الله عليه وسلم كان ينقل بعض من يبعث من السرايا لأنفسهم خاصة سوى قسم عامة الجيش
