ফিকহুস সুনান ওয়াল আসার
১২. জিহাদ অধ্যায়
হাদীস নং: ১৯২০
নফল বা অতিরিক্ত অনুদান
(১৯২০) হাবীব ইবন মাসলামা রা. বলেন, আমি দেখেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) শুরুতে একচতুর্থাংশ অতিরিক্ত অনুদান প্রদান করতেন এবং প্রত্যাবর্তনের সময় একতৃতীয়াংশ ।
عن حبيب بن مسلمة الفهري رضي الله عنه يقول: شهدت النبي صلى الله عليه وسلم نفل الربع في البدأة والثلث في الرجعة
