ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৯১৪
বণ্টন-আবশ্যক ও বণ্টন ছাড়া গ্রহণযোগ্য গনীমতের বিবরণ এবং গনীমত আত্মসাত করার নিষেধাজ্ঞা
(১৯১৪) উবাদা ইবন সামিত রা. বলেন, একযুদ্ধে রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে নিয়ে গনীমতের একটি উট সুতরা হিসাবে সামনে রেখে সালাত আদায় করলেন। সালাম ফেরানোর পরে রাসূলুল্লাহ (ﷺ) উঠে দাঁড়ালেন। তিনি তাঁর দুই আঙ্গুলের মাথা দিয়ে একটি পশম ধরে বললেন এই পশমটিও গনীমতের মালের অন্তর্ভুক্ত। এর মধ্যে আমার জন্য তো শুধুমাত্র যোদ্ধা হিসাবে আমার অংশটুকুই আমি পাব। আর গনীমতের একপঞ্চমাংশ রাষ্ট্রের জন্য রাখা হবে, যা আবার তোমাদের জন্যই ব্যয় করা হবে (কাজেই এ গনীমত তোমাদেরই প্রাপ্য। তবে তা জমা দিয়ে বণ্টনের পরে নিতে হবে)। তোমরা সুই, সুতা বা তার চেয়ে বড় বা তার চেয়ে ছোট সব কিছুই জমা দেবে তোমরা কিছু লুকাবে না বা আত্মসাত করবে না। কারণ লুকানো বা আত্মসাত করা তার জন্য দুনিয়া ও আখিরাতে আগুন ও লাঞ্ছনা।
عن عبادة بن الصامت رضي الله عنه: إنّ رسول الله صلى الله عليه وسلم صلى بهم في غزوهم إلى بعير من المقسم فلما سلم قام رسول الله صلى الله عليه وسلم فتناول وبرة بين أنملتيه فقال: إن هذه من غنائمكم وإنه ليس لي فيها إلا نصيبي معكم إلا الخمس والخمس مردود عليكم فأدوا الخيط والمخيط وأكبر من ذلك وأصغر ولا تغلوا فإن الغلول نار وعار على أصحابه في الدنيا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৯১৪ | মুসলিম বাংলা