ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৯১৩
বণ্টন-আবশ্যক ও বণ্টন ছাড়া গ্রহণযোগ্য গনীমতের বিবরণ এবং গনীমত আত্মসাত করার নিষেধাজ্ঞা
(১৯১৩) আব্দুল্লাহ ইবন আবু আউফা রা. বলেন, খাইবারের যুদ্ধে আমরা (কাফিরদের পরিত্যাক্ত গনীমতের মধ্যে) খাদ্যদ্রব্য পাই। তখন যোদ্ধারা একেকজন এসে তার প্রয়োজন মেটানোর মতো পরিমাণ গ্রহণ করতেন এবং এরপর চলে যেতেন।
عن عبد الله بن أبي أوفى رضي الله عنه قال: أصبنا طعاما يوم خيبر فكان الرجل يجيء فيأخذ منه مقدار ما يكفيه ثم ينصرف
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৯১৩ | মুসলিম বাংলা