ফিকহুস সুনান ওয়াল আসার
১২. জিহাদ অধ্যায়
হাদীস নং: ১৯১৫
বণ্টন-আবশ্যক ও বণ্টন ছাড়া গ্রহণযোগ্য গনীমতের বিবরণ এবং গনীমত আত্মসাত করার নিষেধাজ্ঞা
(১৯১৫) তাবিয়ি আমির ইবন শারাহীল শা'বি (১০৪ হি.) বলেন, (যুদ্ধলব্ধ গনীমতের মধ্যে) রাসূলুল্লাহ (ﷺ) এর একটি নির্ধারিত অংশ থাকত, যাকে ‘সাফি' (পরিস্কৃত) বলা হত । ‘সাফি' হিসাবে তিনি ইচ্ছা করলে একটি দাস, ইচ্ছা করলে একটি দাসী বা ইচ্ছা করলে একটি ঘোড়া গনীমতের সম্পদ বণ্টন করে একপঞ্চমাংশ পৃথক করার আগে গ্রহণ করতে পারতেন ।
عن الشعبي قال كان للنبي صلى الله عليه وسلم سهم يدعى الصفي إن شاء عبدا وإن شاء أمة وإن شاء فرسا يختاره قبل الخمس
