ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৯০০
নিরাপত্তা প্রদানের অধিকার সকল মুসলিমের সমান
(১৯০০) উমার রা. বলেন, মুসলিম ক্রীতদাস মুসলিম সমাজের অন্তর্ভুক্ত। তার প্রদত্ত নিরাপত্তা ও আশ্রয় মুসলিম সমাজের প্রদত্ত নিরাপত্তা বলে গণ্য ।
عن عمر رضي الله عنه موقوفا: إنّ العبد المسلم من المسلمين وأمانه أمانهم

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, সম্ভবত এই বিধান মালিক কর্তৃক অনুমতিপ্রাপ্ত ক্রীতদাসের জন্য । আল্লাহই ভালো জানেন ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান