ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৮৯৯
জিহাদ অধ্যায়
নিরাপত্তা প্রদানের অধিকার সকল মুসলিমের সমান
(১৮৯৯) উম্মু হানি রা. বলেন, (আমি মক্কা বিজয়ের দিনে রাসূলুল্লাহ (ﷺ) কে বললাম, আমার ভাই আলী বলছেন যে, তিনি অমুক কাফিরকে হত্যা করবেন, অথচ আমি লোকটিকে আশ্রয় ও নিরাপত্তা দিয়েছি । তখন) রাসূলুল্লাহ আমাকে বলেন, হে উম্মু হানি, তুমি যাকে নিরাপত্তা দিয়েছ আমরাও তাকে নিরাপত্তা দিলাম।
كتاب الجهاد
عن أم هاني بنت أبي طالب رضي الله عنها مرفوعا: قد أجرنا من اجرت
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)