ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৮৯৬
কারো সাথে কোনো সম্প্রদায়ের চুক্তি থাকলে
(১৮৯৬) আমর ইবন আবাসাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কারো যদি কোনো দেশ বা জনগোষ্ঠীর সাথে চুক্তি থাকে তবে সে চুক্তির একটি গিটও খুলতে পারবে না বা বাঁধতে পারবে না (চুক্তির সামান্যতম ব্যতিক্রম করতে পারবে না) যতক্ষণ না চুক্তি শেষ হবে, অথবা চুক্তি ভেঙ্গে দেওয়ার প্রকাশ্য ঘোষণা তাদেরকে সমানভাবে জানিয়ে দেবে ।
عن عمرو بن عبسة رضي الله عنه مرفوعا: من كان بينه وبين قوم عهد فلا يحلن عهدا ولا يشدنه حتى يمضي أمده أو ينبذ إليهم على سواء
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৮৯৬ | মুসলিম বাংলা