ফিকহুস সুনান ওয়াল আসার
১২. জিহাদ অধ্যায়
হাদীস নং: ১৮৯৫
নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধ বন্ধের সন্ধি চুক্তি করা
(১৮৯৫) মিসওয়ার ইবন মাখরামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) হুদাইবিয়ার বছরে উমরাহ করার জন্য বের হন। (হুদাইবিয়ার সন্ধির বিস্তারিত ঘটনা আলোচনার মধ্যে তিনি বলেন) ...সন্ধিচুক্তিতে লেখা হল, মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ এবং সুহাইল ইবন আমর উভয়ে এই চুক্তির মাধ্যমে একমত হলেন যে, দশ বছরের জন্য যুদ্ধ স্থগিত করা হল। এ সময়ে মানুষেরা নিরাপত্তা ভোগ করবে । একদল আরেকদল থেকে বিরত থাকবে।
عن المسور بن مخرمة رضي الله عنه قال: خرج رسول الله صلى الله عليه وسلم عام الحديبية... فذكر الحديث بطوله وفيه: هذا ما اصطلح عليه محمد ابن عبد الله وسهيل بن عمرو على وضع الحرب عشر سنين يأمن فيها النّاس ويكف بعضهم عن بعض
