ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৮৯৪
নারী, শিশু ও বৃদ্ধদেরকে হত্যা করতে নিষেধাজ্ঞা
(১৮৯৪) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন কোনো যুদ্ধবাহিনী প্রেরণ করতেন তখন তাদের নির্দেশনার মধ্যে বলতেন, ...এবং তোমরা শিশু-কিশোরদের হত্যা করবে না এবং গীর্জা-মন্দির বা ধর্মীয় উপাসনালয়ের সাথে সম্পৃক্ত উপাসক, পূজারি বা খাদেমদের হত্যা করবে না ।
عن ابن عباس رضي الله عنه مرفوعا: ولا تقتلوا الولدان ولا أصحاب الصوامع
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৮৯৪ | মুসলিম বাংলা