ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৮৯৭
জিহাদ অধ্যায়
নিরাপত্তা প্রদানের অধিকার সকল মুসলিমের সমান
(১৮৯৭) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুসলিমগণের নিরাপত্তা ও আশ্রয়দান একই পর্যায়ের। মুসলিমদের মধ্য থেকে সবচেয়ে নিম্নমানের অতিসাধারণ ব্যক্তিও যে কাউকে নিরাপত্তা প্রদান করতে পারবে (নারী, পুরুষ, ছোট, বড়, স্বাধীন, ক্রীতদাস নির্বিশেষে যে কোনো মুসলিম কোনো অমুসলিম বা বিদেশীকে নিরাপত্তা প্রদান করলে তা যথাযথ মর্যাদার সাথে রক্ষা করা রাষ্ট্র ও সকল মুসলিমের দায়িত্ব)।
كتاب الجهاد
عن علي رضي الله عنه مرفوعا: ذمة المسلمين واحدة يسعى بها أدناهم
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ১৮৯৭ | মুসলিম বাংলা