ফিকহুস সুনান ওয়াল আসার
১২. জিহাদ অধ্যায়
হাদীস নং: ১৮৯১
নারী, শিশু ও বৃদ্ধদেরকে হত্যা করতে নিষেধাজ্ঞা
(১৮৯১) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর কোনো এক যুদ্ধের মধ্যে একজন মহিলাকে নিহত অবস্থায় দেখা যায়। তখন (যুদ্ধক্ষেত্রে) তিনি নারী ও শিশু হত্যা করতেন নিষেধ করেন।
عن ابن عمر رضي الله عنهما قال: وجدت امرأة مقتولة في بعض مغازي رسول الله صلى الله عليه وسلم فنهى رسول الله صلى الله عليه وسلم عن قتل النساء والصبيان
