ফিকহুস সুনান ওয়াল আসার
১২. জিহাদ অধ্যায়
হাদীস নং: ১৮৯২
নারী, শিশু ও বৃদ্ধদেরকে হত্যা করতে নিষেধাজ্ঞা
(১৮৯২) রাবাহ ইবন রাবী' রা. বলেন, এক যুদ্ধে রাসূলুল্লাহ (ﷺ) একজন নিহত মহিলার মৃতদেহ দেখেতে পেয়ে অগ্রগামী বাহিনীর প্রধান খালিদ ইবনুল ওয়ালিদের নিকট দ্রুত দূত পাঠিয়ে বলেন, তুমি খালিদকে বলবে, কখনোই যেন সে (যুদ্ধক্ষেত্রে) কোনো নারী বা (অযোদ্ধা) বেতনভুক্ত কর্মচারী-শ্রমিককে হত্যা না করে।
عن رباح بن الربيع رضي الله عنه مرفوعا: قل لخالد لا يقتلن امرأة ولا عسيفا
