ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৮৯০
নারী, শিশু ও বৃদ্ধদেরকে হত্যা করতে নিষেধাজ্ঞা
(১৮৯০) সা'ব ইবন জাসসামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে মুশরিকদের সন্তানদের সম্পর্কে প্রশ্ন করা হয়। রাত্রিকালে তাদের উপর আক্রমণ করা হলে তাদের স্ত্রী ও সন্তানরাও আক্রমণে হতাহত হয়। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তারাও তাদের অন্তর্ভুক্ত।
عن الصعب بن جثامة رضي الله عنه قال: سئل النبي صلى الله عليه وسلم عن الذراري من المشركين يبيتون فيصيبون من نسائهم وذراريهم فقال: هم منهم. قال الزهري: ثم نهى رسول الله صلى الله عليه وسلم بعد ذلك عن قتل النساء والولدان
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১৮৯০ | মুসলিম বাংলা