ফিকহুস সুনান ওয়াল আসার
১২. জিহাদ অধ্যায়
হাদীস নং: ১৮৮৬
রাষ্ট্রপ্রধান কর্তৃক সেনাপতিকে ওয়াসিয়্যত: গনীমতের মাল আত্মসাত না করতে, চুক্তি বা বিশ্বাস ভঙ্গ না করতে, শত্রুর মৃতদেহ কাটাকুটি না করতে, শিশু ও নারীদের হত্যা না করতে, যুদ্ধের পূর্বে শত্রুদেরকে ইসলামের দিকে আহ্বান করতে
(১৮৮৬) উমার ইবনুল খাত্তাব রা. বলেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেন, আমি অবশ্যই আরবীয় উপদ্বীপ থেকে ইয়াহুদি ও নাসারাদের বের করে দেব। এভাবে অবশেষে মুসলিম ছাড়া এখানে কাউকে রাখব না।
عن عمر بن الخطاب رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول: لأخرجن اليهود والنصارى من جزيرة العرب حتى لا أدع إلا مسلما
