ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৮৮৭
রাষ্ট্রপ্রধান কর্তৃক সেনাপতিকে ওয়াসিয়্যত: গনীমতের মাল আত্মসাত না করতে, চুক্তি বা বিশ্বাস ভঙ্গ না করতে, শত্রুর মৃতদেহ কাটাকুটি না করতে, শিশু ও নারীদের হত্যা না করতে, যুদ্ধের পূর্বে শত্রুদেরকে ইসলামের দিকে আহ্বান করতে
(১৮৮৭) তাবি’-তাবিয়ি আব্দুল্লাহ ইবন আউন (১৫০ হি.) বলেন, যুদ্ধের পূর্বে ইসলামের প্রতি দাওয়াত প্রদান প্রসঙ্গে আমি তাবিয়ি নাফি' (১১৭ হি.) এর নিকট চিঠি লিখি । তিনি আমাকে উত্তরে চিঠি লিখে জানান যে, এই বিধান ছিল ইসলামের প্রথম যুগে। রাসূলুল্লাহ (ﷺ) বনু মুসতালিক গোত্রের উপর অতর্কিত আক্রমণ করেন এমন অবস্থায় যে, তারা একেবারেই অসতর্ক ছিল। তাদের পশুপাল পানি পান করছিল । তিনি তাদের যোদ্ধাদেরকে হত্যা করেন এবং তাদের নারী, শিশু ও পরাজিতদেরকে বন্দি করেন । তিনি এই যুদ্ধেই উম্মুল মুমিনীন জুওয়াইরিয়া বিনতুল হারিসকে পান। আমাকে এ বিষয় জানিয়েছেন আব্দুল্লাহ ইবন উমার, যিনি এই যুদ্ধের সেনাবাহিনীর মধ্যে ছিলেন ।
عن ابن عون قال: كتبت إلى نافع أسأله عن الدعاء قبل القتال قال فكتب إلي: إنما كان ذلك في أول الإسلام قد أغار رسول الله صلى الله عليه وسلم على بني المصطلق وهم غارون وأنعامهم تسقى على الماء فقتل مقاتلتهم وسبى سبيهم وأصاب يومئذ جويرية ابنة الحارث وحدثني هذا الحديث عبد الله بن عمر وكان في ذاك الجيش
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ১৮৮৭ | মুসলিম বাংলা