ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৮৮৫
রাষ্ট্রপ্রধান কর্তৃক সেনাপতিকে ওয়াসিয়্যত: গনীমতের মাল আত্মসাত না করতে, চুক্তি বা বিশ্বাস ভঙ্গ না করতে, শত্রুর মৃতদেহ কাটাকুটি না করতে, শিশু ও নারীদের হত্যা না করতে, যুদ্ধের পূর্বে শত্রুদেরকে ইসলামের দিকে আহ্বান করতে
(১৮৮৫) তাবিয়ি সুলাইমান ইবন বুরাইদা তার পিতা বুরাইদা আসলামি রা. থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন কোনো বড় বা ছোট সেনাবাহিনীর উপর কাউকে আমীর বা সেনাপতি করে পাঠাতেন, তখন তাকে বিশেষ করে আল্লাহকে ভয় করতে এবং তার সাথের মুসলিমদের সাথে ভালো আচরণ করতে ওয়াসিয়াত করতেন। অতঃপর তিনি বলতেন, তোমরা আল্লাহর নামে অভিযান করো। যারা আল্লাহর প্রতি অবিশ্বাস করেছে তাদের সাথে যুদ্ধ করো । যুদ্ধলব্ধ বা গনীমতের কোনো দ্রব্য আত্মসাত করবে না, বিশ্বাস বা চুক্তি ভঙ্গ করবে না, মৃতদেহ বিকৃত করবে না এবং কোনো শিশুকে হত্যা করবে না । যখন তুমি তোমার মুশরিক শত্রুদের সম্মুখীন হবে তখন তাদেরকে তিনটি বিষয়ের প্রতি আহ্বান করবে। তারা তিনটির যেটিই মেনে নিক তুমি তা কবুল করবে এবং তাদের সাথে যুদ্ধ করা থেকে বিরত থাকবে । অতঃপর তুমি তাদেরকে ইসলামের প্রতি আহ্বান করবে। যদি তারা তাতে সাড়া দেয় তাহলে তুমি তাদের থেকে তা গ্রহণ করবে এবং তাদের সাথে যুদ্ধ করা থেকে বিরত থাকবে। অতঃপর তুমি তাদেরকে তাদের আবাসস্থল পরিত্যাগ করে মুহাজিরদের দেশে হিজরত করে চলে আসার আহ্বান করবে এবং তাদেরকে জানাবে যে, তারা যদি তা করে তাহলে মুহাজিরগণ যে সকল সুবিধা ও অধিকার ভোগ করেন তা সবই তারা পাবে এবং মুহাজিরদের যে দায়িত্ব সবই তাদের উপর বর্তাবে। যদি তারা তাদের দেশ ছেড়ে হিজরত করতে অস্বীকার করে তবে তুমি তাদেরকে জানাবে যে, তারা বেদুঈন মুসলিমদের মতো গণ্য হবে। মুমিনদের যা কিছু বিধান সবই তাদের উপর, প্রযোজ্য হবে। আর তারা মুসলিমদের সাথে জিহাদে শরীক না হলে যুদ্ধলব্ধ গনীমত ও কাফিরদের ভূসম্পত্তিতে তাদের কোনো অধিকার থাকবে না । তারা যদি তা মানতে অস্বীকার করে তাহলে তাদের নিকট জিযিয়া কর দাবি করবে । তারা যদি তাতে সাড়া দেয় তাহলে তুমি তা গ্রহণ করবে এবং তাদের সাথে যুদ্ধ করা থেকে বিরত থাকবে । যদি তারা তা অস্বীকার করে তবে আল্লাহর সাহায্য চেয়ে তাদের সাথে যুদ্ধ করবে ।
عن سليمان بن بريدة عن أبيه قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا أمر أميرا على جيش أو سرية أوصاه في خاصته بتقوى الله ومن معه المسلمين خيرا ثم قال: أغزوا باسم الله في سبيل الله قاتلوا من كفر بالله اغزوا من ولا تغلوا ولا تغدروا ولا تمثلوا ولا تقتلوا وليدا وإذا لقيت عدوك من المشركين فادعهم إلى ثلاث خصال أو خلال فأيتهن ما أجابوك فاقبل منهم وكف عنهم ثم ادعهم إلى الإسلام فإن أجابوك فاقبل منهم وكف عنهم ثم ادعهم إلى التحول من دارهم إلى دار المهاجرين وأخبرهم أنهم إن فعلوا ذلك فلهم ما للمهاجرين وعليهم ما على المهاجرين فإن أبوا أن يتحولوا منها فأخبرهم أنهم يكونون كأعراب المسلمين يجري عليهم حكم الله الذي يجري على المؤمنين ولا يكون لهم في الغنيمة والفيء شيء إلا أن يجاهدوا مع المسلمين فإن هم أبوا فسلهم الجزية فإن هم أجابوك فاقبل منهم وكف عنهم فإن هم أبوا فاستعن بالله وقاتلهم
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ১৮৮৫ | মুসলিম বাংলা