ফিকহুস সুনান ওয়াল আসার

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি

হাদীস নং: ১৮৩৭
বারংবার মদপান করলে
(১৮৩৭) মুআবিয়া ইবন আবু সুফিয়ান রা. বলেন, মদপানকারীর বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যদি সে মদপান করে তবে তোমরা তাকে বেত্রাঘাত করবে । পুনরায় যদি সে মদপান করে তাহলে তোমরা তাকে বেত্রাঘাত করবে। পুনরায় যদি সে মদপান করে তাহলে তোমরা তাকে বেত্রাঘাত করবে। এরপর যদি সে চতুর্থবার আবার মদপান করে তাহলে তোমরা তাকে মৃত্যুদণ্ড প্রদান করবে।
عن معاوية بن أبي سفيان رضي الله عنه مرفوعا في شارب الخمر: إذا شرب الخمر فاجلدوه ثم إذا شرب فاجلدوه ثم إذا شرب الثالثة فاجلدوه ثم إذا شرب الرابعة فاضربوا عنقه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৮৩৭ | মুসলিম বাংলা