ফিকহুস সুনান ওয়াল আসার
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হাদীস নং: ১৮৩৬
কীভাবে বেত্রাঘাত করতে হবে
(১৮৩৬) আবু মাজিদ হানাফি ইবন মাসউদ রা. থেকে বর্ণনা করেছেন, একব্যক্তি ইবন মাসউদ রা.র নিকট (তখন তিনি কুফার গভর্নর ছিলেন) নিজের ভাতিজাকে নিয়ে আসে এবং বলে যে, সে মাতাল । তখন ইবন মাসউদ বলেন, তাকে নাড়া দেও, ঝাঁকি দাও এবং তার মুখের গন্ধ শোঁকো (সে কী পান করেছে তা সঠিকভাবে নির্ণয় করো)। এরপর তিনি তাকে জেলখানায় পাঠিয়ে দেন। পরদিন তাকে নিয়ে আসেন এবং একটি চাবুক চান । অতঃপর তিনি চাবুকটির গিরাগুলো দুইটি পাথরের মধ্যে রেখে থেতলে নরম করতে নির্দেশ দেন (যেন আঘাতের কষ্ট কম হয়) । অতঃপর তিনি জল্লাদকে বলেন, তুমি তাকে বেত্রাঘাত করো। তুমি হাত ফিরিয়ে নেবে এবং দেহের সকল অঙ্গেই কিছু আঘাত করবে।
عن أبي ماجد الحنفي عن ابن مسعود رضي الله عنه أن رجلا جاء بابن أخ له إليه فقال: إنه سكران فقال: ترتروه ومزمروه واستنكهوه ففعلوا فرفعه إلى السجن ثم عاد به من الغد وعاد بسوط ثم أمر بثمرته فدقت بين حجرين حتى صارت درة ثم قال للجلاد: اجلد وأرجع يدك وأعط كل عضو حقه
