ফিকহুস সুনান ওয়াল আসার

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি

হাদীস নং: ১৮৩৩
মদপানের শাস্তি হিসাবে কতবার বেত্রাঘাত করতে হবে
(১৮৩৩) আলী রা. বলেন, আমি যদি কাউকে তার অপরাধের জন্য শরীআত নির্ধারিত শাস্তি প্রদান করি এবং শাস্তির কারণে সে মারা যায় তাহলে আমার মনে কোনো কষ্ট হয় না। ব্যতিক্রম হল মদপানকারীর শাস্তি । মদপানকারী শাস্তির কারণে মৃত্যুবরণ করলে আমি তার মৃত্যুর ক্ষতিপূরণ হিসাবে দিয়াত বা অনিচ্ছাকৃত হত্যার জন্য নির্ধারিত রক্তমূল্য (blood money) প্রদান করব। তার কারণ হল, রাসূলুল্লাহ (ﷺ) এর প্রচলন করেন নি।
عن علي بن أبي طالب رضي الله عنه قال: ما كنت لأقيم حدا على أحد فيموت فأجد في نفسي إلا صاحب الخمر فإنه لو مات وديته وذلك أن رسول الله صلى الله عليه وسلم لم يسنه

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এর অর্থ হল, মদপানের শাস্তি এবং শাস্তিপ্রদান পদ্ধতি রাসূলুল্লাহ (ﷺ) নির্ধারিত করে দেন নি। তাঁর সময়ে বিভিন্নভাবে হাত, লাঠি, জুতা, খেজুরের ডাল ইত্যাদি দিয়ে আঘাত করা হত। উমার রা. সাহাবিগণের পরামর্শের ভিত্তিতে তা নির্ধারণ করেন। আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন