ফিকহুস সুনান ওয়াল আসার

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি

হাদীস নং: ১৮৩২
মদপানের শাস্তি হিসাবে কতবার বেত্রাঘাত করতে হবে
(১৮৩২) আলী রা. থেকে বর্ণিত, উমার রা.র খিলাফতের সময় সিরিয়ার একদল মুসলিম মদপান করে। তারা কুরআনের আয়াতের বিকৃত ব্যাখ্যা করে দাবী করে যে, মদ তাদের জন্য বৈধ। এদের শাস্তির বিষয়ে উমার সাহাবিগণের পরামর্শ চান। অনেকেই তাদেরকে মুরতাদ হিসাবে মৃত্যুদণ্ড প্রদানের পরামর্শ দেন। আলী রা. বলেন, আমার মত হল, আপনি তাদেরকে তাওবা করতে বলবেন। তারা যদি তাওবা করে তাহলে মদপানের কারণে তাদের প্রত্যেককে আপনি আশি বেত্রাঘাত করে শাস্তি প্রদান করবেন। আর তাওবা না করলে মুরতাদ হিসাবে তাদের মৃত্যুদণ্ড দিতে হবে।
عن علي رضي الله عنه قال: شرب نفر من أهل الشام في عهد عمر رضي الله عنه ... فاستشار فيهم فقال: سيدنا علي لسيدنا عمر: أرى أن تستتيبهم فإن تابوا ضربتهم ثمانين ثمانين لشربهم الخمر وإن لم يتوبوا ضربت أعناقهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৮৩২ | মুসলিম বাংলা