ফিকহুস সুনান ওয়াল আসার

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি

হাদীস নং: ১৮৩৪
কখন মদপানের শাস্তি হিসাবে বেত্রাঘাত করা হবে
(১৮৩৪) সায়িব ইবন ইয়াযীদ রা. বলেন, তার উপস্থিতিতে উমার রা. একব্যক্তিকে বেত্রাঘাত করেন, যার থেকে মদের দুর্গন্ধ পেয়েছিলেন ।
عن السائب بن يزيد رضي الله عنه أنه حضر عمر بن الخطاب رضي الله عنه يضرب رجلا وجد منه ريح الخمر

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এর ব্যাখ্যা হল, দুর্গন্ধ পেয়ে প্রশ্ন করায় লোকটি স্বেচ্ছায় মদপানের কথা স্বীকার করেছিল, অথবা তার ইচ্ছাকৃত মদপানের অপরাধ সাক্ষ্যের মাধ্যমে প্রমাণিত হয়েছিল। নইলে শুধু দুর্গন্ধের কারণে কাউকে শাস্তি দেওয়া যায় না; কারণ দুর্গন্ধের অনেক কারণ থাকতে পারে। সাক্ষ্য বা স্বীকারোক্তি ছাড়া যে মদপানের শাস্তি দেওয়া যাবে না, নিম্নের হাদীসটি তা সমর্থন করে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান