ফিকহুস সুনান ওয়াল আসার
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হাদীস নং: ১৮২৯
মদপানের শাস্তি হিসাবে কতবার বেত্রাঘাত করতে হবে
(১৮২৯) আনাস ইবন মালিক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মদপানের কারণে খেজুরের ডাল ও জুতা দিয়ে মেরেছেন এবং আবু বাকর রা. চল্লিশ বেত্রাঘাত করেছেন ।
عن أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم ضرب في الخمر بالجريد والنعال وجلد أبو بكر أربعين
