ফিকহুস সুনান ওয়াল আসার
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হাদীস নং: ১৮৩০
মদপানের শাস্তি হিসাবে কতবার বেত্রাঘাত করতে হবে
(১৮৩০) আনাস ইবন মালিক রা. বলেন, নবী (ﷺ) এর নিকট এক ব্যক্তিকে আনয়ন করা হয় যে মদপান করেছিল। তখন তিনি তাকে দুইটি খেজুরের ডাল দিয়ে প্রায় ৪০ বারের মতো আঘাত করেন। আনাস বলেন, আবু বাকর রা.ও এরূপ করেন। যখন উমার রা. খলীফা হলেন তখন তিনি মানুষদের পরামর্শ চাইলেন। তখন আব্দুর রহমান (ইবন আউফ) বলেন, সবচেয়ে হালকা হদ্দ বা শরীআতি শাস্তি হল ৮০ বেত্রাঘাত। তখন উমার (মদপানের শাস্তি হিসাবে) এর নির্দেশ দিলেন।
عن أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم أتي برجل قد شرب الخمر فجلده بجريدتين نحو أربعين قال وفعله أبو بكر فلما كان عمر استشار النّاس فقال عبد الرحمن أخف الحدود ثمانون فأمر به عمر
