ফিকহুস সুনান ওয়াল আসার
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হাদীস নং: ১৮২৮
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
সমকামিতা ও পশু-মৈথুনের তা'যীর বা অনির্ধারিত শাস্তি
(১৮২৮) ইবন আব্বাস রা. বলেন, যদি কেউ প্রাণি মৈথুন করে তার জন্য কোনো নির্ধারিত শাস্তি বা হদ্দ নেই।
كتاب الحدود
عن ابن عباس رضي الله عنهما أنه قال: من أتى بهيمة فلا حدّ عليه