ফিকহুস সুনান ওয়াল আসার

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি

হাদীস নং: ১৮২৭
সমকামিতা ও পশু-মৈথুনের তা'যীর বা অনির্ধারিত শাস্তি
(১৮২৭) তাবিয়ি আবু নাদরাহ বলেন, ইবন আব্বাস রা.কে প্রশ্ন করা হয়, সমকামীর শাস্তি কী? তিনি বলেন, দেখতে হবে গ্রামের মধ্যে সর্বোচ্চ বাড়ি কোনটি । সেই বাড়ির উপর থেকে উল্টে ফেলে দিতে হবে এবং তার পেছনে পাথর ফেলতে হবে।
عن أبي نضرة قال: سئل ابن عباس رضي الله عنهما ما حد اللوطي؟ قال: ينظر أعلى بناء في القرية فيرمى به منكسا ثم يتبع بالحجارة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৮২৭ | মুসলিম বাংলা