ফিকহুস সুনান ওয়াল আসার

১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি

হাদীস নং: ১৮২৬
সমকামিতা ও পশু-মৈথুনের তা'যীর বা অনির্ধারিত শাস্তি
(১৮২৬) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা যাকে কোনো প্রাণির সাথে মৈথুনে লিপ্ত পাবে তাকে হত্যা করবে এবং যে প্রাণির সাথে সে মৈথুন করেছে সেই প্রাণিকেও হত্যা করবে।
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: من وجدتموه وقع على بهيمة فاقتلوه واقتلوا البهيمة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৮২৬ | মুসলিম বাংলা