ফিকহুস সুনান ওয়াল আসার
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হাদীস নং: ১৭৮৫
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
দারুল হারব বা যুদ্ধরত শত্রুদেশে 'হদ্দ' প্রয়োগ করা হবে না
(১৭৮৫) বুসর ইবন আরতাত রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যুদ্ধের ময়দানে চোরের হাত কাটা হবে না।
كتاب الحدود
عن بسر بن أرطاة رضي الله عنه مرفوعا: لا تقطع الأيدي في الغزو