ফিকহুস সুনান ওয়াল আসার
১০. শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং: ১৭৫৩
আল্লাহ ছাড়া অন্য কারো নামে বা পিতামাতার নামে শপথ নিষেধ
(১৭৫৩) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এক কাফেলার মধ্যে উমার ইবনুল খাত্তাব রা.কে দেখতে পান। এসময়ে উমার তার পিতার নামে শপথ করছিলেন । তখন রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে ডেকে বলেন, সাবধান! নিশ্চয় আল্লাহ তোমাদেরকে তোমাদের পিতাদের নামে শপথ করতে নিষেধ করছেন যে শপথ করতে চায় সে যেন আল্লাহর নামে শপথ করে, তা নাহলে সে যেন চুপ করে থাকে ।
عن ابن عمر رضي الله عنهما أنه صلى الله عليه وسلم أدرك عمر بن الخطاب في ركب وهو يحلف بأبيه فناداهم رسول الله صلى الله عليه وسلم: ألا إن الله ينهاكم أن تحلفوا بآبائكم فمن كان حالفا فليحلف بالله وإلا فليصمت
