ফিকহুস সুনান ওয়াল আসার
১০. শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং: ১৭৫২
নিরর্থক শপথ
(১৭৫২) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, তিনি বলতেন, কোনো মানুষ যদি কোনো বিষয়কে সঠিক ও সত্য জেনে শপথ করে, কিন্তু পরে দেখা যায় যে, তার ধারণা ভুল ছিল, তবে সেই শপথ হল 'নিরর্থক শপথ'।
عن أبي هريرة رضي الله عنه أنه كان يقول: لغو اليمين حلف الإنسان على الشيء يظن أنه الذي حلف عليه فإذا هو غير ذلك
