ফিকহুস সুনান ওয়াল আসার
১০. শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং: ১৭৫১
নিরর্থক শপথ
(১৭৫১) আয়িশা রা. বলেন, মানুষ সাধারণ কথার মধ্যে শপথের উদ্দেশ্য ছাড়া ‘না, আল্লাহর কসম', 'হ্যাঁ, আল্লাহর কসম' বলে, সে বিষয়েই আল্লাহর বাণী “তোমাদের নিরর্থক শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দায়ি করবেন না'** নাযিল হয়েছে। অর্থাৎ এ সকল অনিচ্ছাকৃত কথার জন্য আল্লাহ বান্দাকে দায়ি করবেন না।
عن عائشة رضي الله عنها: أنزلت هذه الآية: لا يؤاخذكم الله باللغو في أيمانكم في قول الرجل: لا والله وبلى والله
