ফিকহুস সুনান ওয়াল আসার
৮. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ১৬৯৬
ঈলা বা 'স্ত্রীর নিকট আর যাব না' বলে প্রতিজ্ঞা করলে তার সময়সীমা
(১৬৯৬) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর স্ত্রীগণের নিকট আসবেন না বলে প্রতিজ্ঞা করেন এবং স্ত্রী-গমন নিজের জন্য হারাম করে দেন। অতঃপর তিনি হারামকে হালাল করেন এবং প্রতিজ্ঞার জন্য কাফফারা প্রদান করেন।
عن عائشة رضي الله عنها قالت: آلى رسول الله صلى الله عليه وسلم من نسائه وحرم فجعل الحرام حلالا وجعل في اليمين كفارة
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, বরং তা শপথ এবং [ঈলা] নামকরণ রূপক। নিম্নের হাদীস থেকে তা বোঝা যায় ।
