ফিকহুস সুনান ওয়াল আসার
৮. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ১৬৯৭
ঈলা বা 'স্ত্রীর নিকট আর যাব না' বলে প্রতিজ্ঞা করলে তার সময়সীমা
(১৬৯৭) ইবন আব্বাস রা. বলেন, জাহিলি যুগের মানুষদের 'ঈলা' বা স্ত্রীর কাছে না যাওয়ার শপথ একবছর বা দুইবছর পর্যন্ত দীর্ঘায়িত হত। অতঃপর আল্লাহ ‘ঈলা'র সময় নির্ধারণ করে দিলেন। কাজেই যার ঈলা বা স্ত্রী সাহচর্য পরিত্যাগের শপথ চার মাসের কম, তার এই প্রতিজ্ঞা ‘ঈলা' বলে গণ্য হবে না ।
عن ابن عباس رضي الله عنهما قال: كان إيلاء أهل الجاهلية السنة والسنتين ثم وقت الله الإيلاء فمن كان إيلاؤه دون أربعة أشهر فليس بإيلاء
