ফিকহুস সুনান ওয়াল আসার

৮. তালাক - ডিভোর্স অধ্যায়

হাদীস নং: ১৬৯৫
স্ত্রীর ভরণপোষণ প্রদানে অক্ষম হলে বিবাহ বিচ্ছেদ
(১৬৯৫) তাবিয়ি ইবন শিহাব যুহরি (১২৪ হি.) ও তাবিয়ি উমার ইবন আব্দুল আযীয (১০১ হি.) থেকে বর্ণিত, তাদের উভয়ের মতে যদি কোনো স্বামী তার স্ত্রীর ব্যয়ভার বহনে অক্ষম হয় এক্ষেত্রে স্ত্রী অপেক্ষা করবে এবং বিবাহ ভেঙ্গে দেওয়া হবে না।
عن الزهري وعمر بن عبد العزيز عن رجل لا يجد ما ينفق على امرأته قالا: يستأني به ولا يفرق بينهما

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, কুরআনের বাণী: وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة 'যদি খাতক অভাবগ্রস্থ হয় তবে তাকে সচ্ছলতা পর্যন্ত অবকাশ দেওয়া বিধেয়'** এই মতটি সমর্থন করে ।
————————————————————
** সূরাঃ [২] বাকারা, আয়াত: ২৮০। (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৬৯৫ | মুসলিম বাংলা